মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে সাবেক এমপি ফারুকের ইন্তেকাল
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল শহরের থানা পাড়া নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী মৃত সুরাইয়া বেগম। তার এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছেন।
ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। ফারুক ১৯৬০ সালে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন।
১৯৬২ সালে টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।